হোসে মরিনহোর বিদায়ের পর কানাঘুষো শোনা যাচ্ছিল মাউরিসিও পচেত্তিনো বসতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিংয়ের হট সিটে। তবে ম্যানইউতে পর্তুগিজ কোচের স্থলাভিষিক্ত হয়েছেন ক্লাবেরই সাবেক নরওয়ে তারকা ওলে গানার সলশেয়ার। যদিও সেটা পাকাপাকি নয়। ফলে পচেত্তিনোর আশা এখনো ছাড়েনি রেড ডেভিলরা।
এরই মধ্যে পচেত্তিনোকে পেতে জাল ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লিগের আরও দুই জায়ান্ট। আর্জেন্টাইন এই কোচকে পেতে চায় চেলসি ও রিয়াল মাদ্রিদ।
এই মৌসুমেই অ্যান্থনিও কন্তেকে বরখাস্ত করে আরেক ইতালিয়ান মাউরিসিও সারিকে বসায় চেলসি। কিন্তু এখন শোনা যাচ্ছে, পচেত্তিনোকে পেলে সারিকে ছেড়ে দিতে দ্বিধা নেই ব্লুজদের।
পচেত্তিনোকে পাওয়ার লড়াইতে চেলসির যোগ হওয়াটাকে অবাক করা ঘটনা বলেই উল্লেখ করেছে ব্রিটিশ দৈনিক সানডে এক্সপ্রেস।
ম্যানইউ মৌসুমের শুরুতে টটেনহ্যাম হটস্পার কোচকে পাওয়ার চেষ্টা করলেও তাকে পেতে অনেকদিন ধরেই ওঁত পেতে আছে রিয়াল মাদ্রিদ। বিশেষ করে জিনেদিন জিদান ক্লাব ছাড়ার পর থেকে। তবে সর্বশেষ প্রতিযোগী হিসেবে যোগ হল চেলসির নাম।
সানডে এক্সপ্রেস বলছে, শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে না পারলে চ্যাম্পিয়ন্স লিগ খেলা হবে না চেলসির। আর তাতেই কপাল পুড়তে পারে সারির। চেলসির বোর্ড কর্মকর্তারা তাই এখনই আলোচনার টেবিলে সবার উপরে রাখছেন পচেত্তিনোর নাম।








