Site icon চ্যানেল আই অনলাইন

শশা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে

নীলফামারী-শশা চাষ

নীলফামারীর জলঢাকা উপজেলায় বাড়ছে শশা চাষ। সেখানকার বালারপুকুর এলাকায় শশা চাষ করে খরচের কয়েকগুণ বেশি লাভ করছেন কৃষক।

জলঢাকা উপজেলার বালারপুকুর এলাকার কৃষক ফেরদৌস ও সবুজ ধান, গম, ভুট্টা চাষের পাশাপাশি শশা চাষ করে এলাকার সবার নজর কেড়েছেন। গত বছর এক বিঘা জমিতে বিশ হাজার টাকা খরচ করে ৬০ হাজার টাকার শশা বিক্রি করেন তিনি।

এবার এক একর জমিতে শশা চাষ করে ঘরে তুলেছেন এক লাখ ৩৫ হাজার টাকা।

তার মতো অনেকেই শশা চাষে এমন সাফল্যের নজির গড়েছেন। চাহিদা বেশি থাকায় কৃষকের ক্ষেত থেকেই শশা কিনে নিয়ে যাচ্ছেন পাইকার।

জেলায় এক সময় তেমন শশা চাষ হতো না। অল্প দিনে বেশি লাভবান হওয়ায় কৃষকের আগ্রহ দিন দিন বেড়েছে। এক্ষেত্রে কৃষি বিভাগ নানা পরামর্শ দিচ্ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম আজাদ।

এ অঞ্চলে উৎপাদিত শশা উত্তরাঞ্চলীয় জেলাগুলোসহ ঢাকায় সরবরাহ করছেন পাইকাররা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Exit mobile version