Site icon চ্যানেল আই অনলাইন

নির্বাচন প্রার্থীদের, পোস্টার সরানোর দায় করপোরেশনের

সি‌টি নির্বাচ‌নে প্রার্থীরা যে পোস্টার-ব্যানার টা‌নি‌য়ে‌ছি‌লো তা প‌রিস্কার করার দায় এখন সি‌টি কর‌পো‌রেশ‌নের। ঢাকা উত্ত‌রের মেয়র আনিসুল হক তার অনেক ব্যানার-পোস্টার স‌রি‌য়ে নি‌লেও অন্যরা এ বিষ‌য়্ম মন‌যোগী হন‌নি।

নির্বাচন পূর্ববর্তী সময়ে প্রার্থীদের পক্ষে নানা ধরণের পোস্টার-ব্যানারে ছেয়ে গিয়েছিলো নির্বাচনী এলাকা। যা নির্বাচনী আমেজ সৃষ্টি ক‌রে‌ছি‌লো।

কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে এগুলো কি অবস্থায় আছে জানতে চ্যানেল আই অনলাই‌নের অনুসন্ধা‌নে দেখা গে‌ছে পোস্টার সরানোর দায় এখন সিটি করপোরেশনের।

ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা পোস্টার-ব্যানার সরানোর কাজ করছেন।

এ বিষয়ে নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠান জানিপপের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, তফসিল ঘোষণার ৪৮ ঘন্টা আগে নির্বাচন কমিশনের আদেশে প্রার্থীদের মধ্যে ব্যানার-পোস্টার সরানোর তোড়জোর দেখা যায়। যদিও অনেক ক্ষেত্রে তা শুধু মাত্র ফটোসেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

কিন্তু, তি‌নি ব‌লেন, নির্বাচনের পর ব্যানার-পোস্টার সরানো সংক্রান্ত কো‌নো আইন না থাকায় নির্বাচন পরবর্তী সময়ে এ দায় পড়ে সিটি করপোরেশনের উপর।

জানিপপের চেয়ারম্যান এ বিষ‌য়ে এখন থে‌কে নির্বাচন কমিশনকে উদ্যোগী হওয়ার পরামর্শ দি‌য়ে‌ছেন।

Exit mobile version