Site icon চ্যানেল আই অনলাইন

নির্বাচনের আগের রাতে বিভিন্ন স্থানে সহিংসতা

Advertisements

নির্বাচনের আগের রাতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামের পটিয়ায় একজন এবং লক্ষ্মীপুরে সদর উপজেলার দত্তপাড়ায় আরেকজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত দুইজনকেই নিজেদের কর্মী বলে দাবি করেছে আওয়ামী লীগ। তবে এই দুই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এছাড়াও নোয়াখালী-২ আসনের নাটেশ্বর ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় প্রিজাইডিং অফিসারসহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এসময় ওই ভোট কেন্দ্রের মালামাল লুটেরও অভিযোগ উঠেছে। লুট হওয়া ভোট কেন্দ্রের ওই মালামাল উদ্ধারে মাঠে নেমেছে সেনাবাহিনী।

এ ঘটনায় জামায়াত-বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছে আওয়ামী লীগ।

চট্রগ্রাম পটিয়ায় নিহত ব্যক্তির নাম দীন মোহাম্মদ। তিনি যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রাত সোয়া দশটার দিকে পটিয়ার গুরুখাইন এলাকায় বিএনপি জামায়াতের কর্মীরা ভোটারদের মধ্যে টাকা বিলি করছে এমন খবরে যুবলীগকর্মীরা সেখানে জড়ো হয়। এসময় উপভয়পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ির এক পর্যায়ে দ্বীন মোহাম্মদকে কুপিয়ে জখম করা হয়।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

শনিবার দিবাগত রাতে লক্ষ্মীপুর-৩ সদর আসনের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

ঘটনার পর একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Exit mobile version