সংবিধান যাই বলুক, নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেনে না নেয়ার অবস্থানেই বিএনপি।
শুধু তাই নয়, জামায়াতে ইসলামীকে সঙ্গে রাখার কথাও জানিয়েছেন দলটির মহাসচিব। প্রয়োজনে নতুন রাজনৈতিক মোর্চা যুক্তফ্রন্টের সঙ্গে নির্বাচনী জোটের ইঙ্গিতও দিয়েছেন তিনি।
চৌকাঠ পার করার অল্প দুরে দাঁড়ানো একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির পাড়ায় চলছে নতুন মেরুকরণের নানামুখি উদ্যোগ। তফসিল ঘোষণার দিনক্ষণ ঠিক করার জন্য তৈরী হচ্ছে নির্বাচন কমিশন।
সব ঠিক থাকলে সংবিধান অনুযায়ী ডিসেম্বরের শেষ সপ্তাহে হবে নির্বাচন। বিএনপির অবস্থান অবশ্য আগের মতোই: নির্বাচনের সময় সংসদ বহাল রাখা যাবে না। শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান থাকতে পারবেন না বলেও দলীয় অবস্থান জানিয়েছেন বিএনপি মহাসচিব।
প্রশ্নের উত্তরে তিনি জানালেন, সরকারবিরোধী আন্দোলনে জামায়াত তাদের মিত্র, তাই জামায়াত ছাড়ার প্রশ্ন অর্থহীন।
ডক্টর কামাল ও বি চৌধুরীর যুক্তফ্রন্টকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির দাবি এবং যুক্তফন্টের দাবি এক। তাই ভবিষ্যতে একসাথে চলতে কোনো বাধা নেই।
নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরুদ্ধে বিএনপি। কয়েকদিনের মধ্যে এ বিষয়ে আসবে বিএনপির আনুষ্ঠানিক বক্তব্য।










