বিশ্বকাপ বাছাইপর্বে অবশেষে জয়ের দেখা পেয়েছে আফগানিস্তান। টানা তিন পরাজয়ের পর নেপালকে হারিয়ে সুপারসিক্সের আশা বাঁচিয়ে রেখেছে রশিদ খানের দল। শনিবার ৬ উইকেটে জিতেছে আফগানরা।
বুলাওয়েতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারের এক বল আগে গুটিয়ে যওয়ার সময় ১৯৪ পর্যন্ত পৌঁছাতে পারে নেপাল। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ৬৪ বল হাতে রেখে জয় তুলে নেয় আফগানিস্তান।
এই জয়ে বিশ্বকাপ যাত্রার স্বপ্ন টিকে থাকল আফগানদের। কিন্তু সেজন্য এই নেপালের দিকেই তাকিয়ে থাকতে হবে তাদের। গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপাল যদি হংকংকে হারাতে পারে তখন রানরেটের হিসাব-নিকাশ টপকে সুপারসিক্সে যাওয়ার সম্ভাবনা আছে আফগানদের। নয়তো গত কয়েকবছর দুর্দান্ত পারফর্ম করা দলটিকে বাছাইপর্ব শেষেই ইংল্যান্ডে বসতে যাওয়া ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দর্শক হয়ে থাকার প্রস্তুতি নিতে হবে।
শনিবার অধিনায়ক খাদকার ৭৪, আইরের ৩২ ও শেইখের ২৩ রানে দুইশ ছুঁইছুঁই পুঁজি পায় নেপাল।
মোহাম্মদ নবী ৪টি, রশিদ খান ৩টি ও শাপুর ২টি করে উইকেট নিয়ে প্রতিপক্ষকে আটকে রাখেন।
জবাব দিতে নেমে ওপেনিংয়ে আসা অধিনায়ক রশিদের ২১, আহমেদির ২৬, রহমতের ৪৬, নবীর ৩৪ ও নাজিবুল্লাহর অপরাজিত ৫২ রানে জয়ে পা রাখে আফগানরা। বাঁচিয়ে রাখে সুপারসিক্সের আশাও।







