Site icon চ্যানেল আই অনলাইন

নাম তার ‘ইঁদুর হান্নান’

এলাকাবাসী তাকে ইঁদুর হান্নান হিসেবে চিনলেও তার প্রকৃত নাম আবদুল হান্নান। মাগুরা কৃষি অফিসের তথ্য, ১২ বছরে কমপক্ষে ২০ লাখ ইঁদুর মেরে রেকর্ড গড়েছেন এ কৃষক। ইঁদুর নিধনের স্বীকৃতিস্বরূপ এরইমধ্যে দু’বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। 

মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামের আবদুল হান্নান জানান, ২০০৭ সালে বাড়িতে রাখা কিছু ধানের সবটাই নষ্ট করে ইঁদুর। সে সময় ইঁদুর নিধনের জন্য কিছু কাঠের যন্ত্র বানান তিনি।

এই যন্ত্র দিয়ে নিজের বাড়িকে ইঁদুর মুক্ত করেন। তারপর বিষয়টি নিয়ে মাঠে নামেন হান্নান।

বিনামূল্যে ইঁদুর নিধনের নানা যন্ত্র সরবরাহ করতে থাকেন তিনি। হান্নানের দাবি, ১২ বছরে ২০ লাখ ইঁদুর নিধন করেছেন তিনি।

২০১১ সালেই দু’লাখ ৩০ হাজার ইঁদুর নিধন করে জাতীয় ইঁদুর নিধন সপ্তাহে জাতীয় পুরস্কারের প্রথম স্থান অর্জন করেন তিনি।

মাগুরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন জানান, শুধু নিজ জেলা মাগুরাই নয়, আবদুল হান্নান ঢাকাসহ সারাদেশের ইঁদুর নিধনে কাজ করে যাচ্ছেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে 

Exit mobile version