Site icon চ্যানেল আই অনলাইন

নাইজেরিয়ায় ৩৪৪ স্কুল ছাত্রকে মুক্তি দিয়েছে বোকো হারাম

নাইজেরিয়ার কাটসিনা অঙ্গরাজ্যের একটি স্কুলে হামলা চালিয়ে অপহরণ করা ৩৪৪ ছাত্রকে এক সপ্তাহ পর মুক্তি দিয়েছে জঙ্গি সংগঠন বোকো হারাম।

মুক্তিপ্রাপ্তরা সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

কাটসিনা অঙ্গরাজ্যের মুখপাত্র আবদুল লাবরান জানিয়েছেন, তাদের খুব শিগগিরই পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে। তবে কোন প্রক্রিয়া বা বিনিময়ের মাধ্যমে তাদের মুক্ত করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি।

গত শুক্রবার বন্দুকধারীদের একটি দল ওই স্কুলে হামলা চালায়। তারা গুলি ছুঁড়তে ছুঁড়তে স্কুলে ঢুকে অস্ত্রের মুখে ছাত্রদের জিম্মি করে নিয়ে যায়। কিছু শিক্ষার্থী পালিয়ে আশেপাশের জঙ্গলে অবস্থান নেয়। ঘটনার পর বোকো হারাম অডিও বার্তায় এর দায় স্বীকার করে নেয়। এরপর শিক্ষার্থীদের উদ্ধারে গত শনিবার নাইজেরিয়ার পুলিশ, এয়ারফোর্স ও সামরিক বাহিনী যৌথ অভিযান শুরু করে।

Exit mobile version