Site icon চ্যানেল আই অনলাইন

নতুন স্বপ্নের হাতছানিতে উত্তরণ উদযাপন

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে আনন্দ শোভাযাত্রা করেছে বিভিন্ন মন্ত্রণালয়। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দারিদ্র হ্রাস ও প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার পাশাপাশি সুষম উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন সরকারের নীতি-নির্ধারকরা।

স্বপ্নের মতো এই উত্থান, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার পথে বাংলাদেশ। জীবন মানের আরো উন্নয়নে নতুন স্বপ্নের হাতছানি। আর এসব স্বপ্ন বাস্তবায়নে সরকারের গুরুত্বপূর্ণ সব মন্ত্রণালয় উন্নয়নের নতুন আঙ্গিকে পথে নামে

মুখে শ্লোগান আর লাল-সবুজের রংয়ে মেতে জন মানুষের ঢেউ মিলেমিশে একাকার হয় রাজপথে। সকলের গন্তব্যই ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম।

নিজদের স্বক্ষমতার প্রতীক নিয়ে পথে নেমে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজ নিজ লক্ষ্য পূরণে শ্লোগান পূর্নব্যক্ত করেন অনেকে। আনন্দ উদযাপনে রাজপথ মাতিয়েছিলেন নারী বাদক দল।

অর্থনীতিবিদরা বলছেন, দেড় কোটি অতি দারিদ্র এবং তিন কোটি দারিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন করেই সুষম উন্নয়নশীল দেশের কাতারে সামিল হবে বাংলাদেশ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Exit mobile version