Site icon চ্যানেল আই অনলাইন

নতুন সিনেমা নিয়ে আসছেন মোস্তফা কামাল রাজ

দেশের জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি প্রশংসিত। নরসিংদী জেলার রায়পুরা থানায় জন্মগ্রহণ করেন তিনি।

ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।

তার ইচ্ছা ছিলো বড় হয়ে ডাক্তার হবেন। তবে শেষ পর্যন্ত ডাক্তার হওয়া হয়নি তার।

ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।

মাস্টার্স শেষ করার পর বেশ কয়েক বছর বেকার জীবন কাটাতে হয় তাকে। সে সময় প্রচুর সিনেমা দেখতেন তিনি।

ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।

এভাবেই তার ভেতর সিনেমা বানানোর স্বপ্ন তৈরি হয়। মিডিয়ায় যাত্রা শুরু হয় বিজ্ঞাপনচিত্র নির্মাণের মাধ্যমে।

ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।

নাটক নির্মাণের পাশাপাশি রাজ ‘প্রজাপতি’ চলচ্চিত্র নির্মাণ করেন ২০১১ সালে। রাজের প্রথম চলচ্চিত্র তিন ক্যাটাগরিতে পায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ গীতিকার এবং শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ছবিটি।

ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।

পরে রাজ আরো নির্মাণ করেন ছায়াছবি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন সহ মোট পাঁচটি চলচ্চিত্র। এ ছাড়া অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।

সম্প্রতি শেষ হয়েছে তার অন্যতম আলোচিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’

ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।

গত সপ্তাহে ‘চ্যানেল আই তারকা কথন’ -এ অতিথি হয়ে আসেন তিনি। কথা বলেন ‘ফ্যামিলি ক্রাইসিস’ এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।

ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।

অনুষ্ঠানে তার নতুন সিনেমা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আপাতত তিনি নাটকের কাজ নিয়েই ব্যস্ত, তবে আগামী ঈদ উল ফিতর এর পর তার নতুন সিনেমার কাজ শুরু করবেন।

ছবি : মোস্তফা কামাল রাজ এর ফেসবুক থেকে।
Exit mobile version