Site icon চ্যানেল আই অনলাইন

নতুন অধিনায়ক সাকিব

টি-টুয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে সাকিবকে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ড সভায় নেওয়া হবে বলেও জানিয়েছেন বিসিবি প্রধান।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে টস করার সময় মাশরাফি এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। বৃহস্পতিবারের ম্যাচটি খেলেই ২০ ওভারের ক্রিকেটকে বিদায় বলবেন।

বাংলাদেশ এই ম্যাচে ৬ উইকেটে হেরে গেছে। মাশরাফি ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছিলেন ৯ রান।

সাকিব এদিন ১১ রানে সাজঘরে ফেরেন। বল হাতে ৩ ওভারে ২৯ রান দিয়ে কোন উইকেট পাননি।

মাশরাফি অনেক আগে একবার বলেছিলেন সাকিবকে তিনি অধিনায়ক দেখতে চান। বিশ্বসেরা অলরাউন্ডার কয়েকটি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করলেও দীর্ঘ সময় থাকতে পারেননি। এবার দায়িত্ব পেলে কতটা পথ পাড়ি দেন সেটাই দেখার বিষয়।

Exit mobile version