Site icon চ্যানেল আই অনলাইন

ধোনির উপদেশ মেনে এগোবেন ভুটানের অলরাউন্ডার

ভুটানের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে নাম আসায় উড়ছেন মিকায়ো ডর্জি। আইপিএলে খেলার স্বপ্ন যখন ডানা মেলছে তখন ভুটানি অলরাউন্ডারের পাখায় আরও বাতাস জুগিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

ভারতের সাবেক তারকা অধিনায়কের উপদেশ পেয়ে উচ্ছ্বসিত ডর্জি। জানিয়েছেন, ক্যারিয়ার টেনে নিতে দারুণ ভাবে প্রযোগ করবেন সেসব। ইনস্ট্রাগ্রাম পোস্টে ধোনির সঙ্গে ছবি দিয়ে জানিয়েছেন কৃতজ্ঞতা।

“সবকিছু সাধারণভাবে নেন। রেজাল্টে নয় প্রক্রিয়ার উপর বেশি ফোকাস করুন। যদি প্রসেস ঠিক থাকে তাহলে ভালো ফল আসবে। উপভোগ করুণ, বেশি চাপ নিয়েন না।’ যখন থেকে এমএস ধোনি এই উপদেশ দিয়েছেন, সর্বদা আমার সঙ্গেই আছে।” সোশাল মিডিয়ায় লেখেন ২২ বর্ষী অলরাউন্ডার।

ভুটানের কোনো খেলোয়াড় হিসেবে এবার আইপিএলের নিলামে নাম এসেছে ডর্জির। বিশ্বের অন্যতম ফ্রাঞ্চাইজিতে নিজের নাম আসায় প্রশংসায় ভাসছেন তিনি। আসন্ন আসরে দল পাবেন না জেনেও তালিকায় নিজের নাম থাকায় খুশি ডর্জি।

ভারতীয় এক পত্রিকাকে তিনি বলেছেন, ‘আইপিএলে খেলা আমার বড় স্বপ্ন। সবাই দেখছেন ভুটানের একমাত্র খেলোয়াড় হিসেবে নিলামে নাম এসেছে। বন্ধুরা আমাকে কল করছে। কিন্তু তারা জানে না, এটা প্রথম একটি প্রক্রিয়া।’

ডর্জি বলেন, ‘যদি নিজের কাছে সৎ থাকি, তবে ছাঁটাই হওয়ার পর মূল তালিকায় আমার নাম থাকবে না। যাই হোক, ভুটানের জন্য শুধু রেজিস্ট্রেশন করাই বড় ব্যাপার।’

মিয়াকো দর্জি ভুটানের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে দেশের বাইরে লিগ খেলেছেন। ললিতপুর প্রিট্রোটিসের হয়ে মাতিয়েছেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ। এবার আসলেন বিশ্বের অন্যতম ফ্রাঞ্চাইজি লিগের নিলাম তালিকায়।

Exit mobile version