চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দেশে ২ কোটি ২৪ লাখের বেশি ভ্যাকসিন দেওয়া সম্পন্ন

করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬৭৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬২ লাখ ৫৪ হাজার ৪০২ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ভ্যাকসিন বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫ হাজার ৫০৪ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে এক কোটি ৯ লাখ ৬২ হাজার ১১৩ ডোজ।

পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬১২ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯৩ হাজার ১৩৮ ডোজ।

এছাড়া ৮৬ লাখ ৪০ হাজার ৬৫০ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এরমধ্যে বৃহস্পতিবার প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৭৫ হাজার ৩০৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৩ হাজার ৪৬০ জন।

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২৭ লাখ ১৭ হাজার ১৭৯ ডোজ। এরমধ্যে বৃহস্পতিবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ৬৫৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৫ হাজার ২৮৬ জনকে।