ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজ শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের। রোববার সকালে ফিরে গেছেন দেশে। টেস্ট সিরিজে খেলতে পারবেন কিনা; সে ব্যাপারে নিশ্চিত কিছু জানাতে পারেননি ম্যাথুজের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলানো দিনেশ চান্দিমাল।
রোববার মিরপুরে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে চান্দিমাল জানালেন, ‘সকালের ফ্লাইটে দেশে ফিরে গেছেন ম্যাথুজ। ফিট হতে কতদিন লাগবে সে ব্যাপারে জানি না। টেস্ট সিরিজে খেলা হবে কিনা; সেটা এখনই বলতে পারছি না।’
৬ মাস পর অধিনায়কত্ব ফিরে পেয়েছিলেন। হাথুরুর পছন্দে। তবে শুরুতেই হোঁচট খায় ম্যাথুজের দল। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে হার দেখে লঙ্কানরা। ওই ম্যাচেই পেশীতে টান লাগায় বাংলাদেশের সঙ্গে পরের ম্যাচে খেলতে পারেননি ম্যাথুজ।
পরের ম্যাচে টাইগারদের কাছে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হার দেখে চান্দিমালের নেতৃত্বে থাকা দলটি। রোববার অবশ্য হাফ ছেড়ে বেঁচেছে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটের জয়ে ফাইনাল খেলার আশা জিইয়ে রেখেছে দলটি।
জিম্বাবুয়েকে হটিয়ে শেষ পর্যন্ত ফাইনাল খেলতে পারবে কিনা; সেটি নির্ভর করছে শেষ দুটি ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্সের উপর। আবার বড় হয়ে দেখা দিতে পারে লঙ্কানদের ও জিম্বাবুইয়ানদের রানরেটের হিসাবও।
মঙ্গলবার জিম্বাবুয়ে ও বৃহস্পতিবার শেষ ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে খেলবে বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচেই বোনাস পয়েন্ট নিয়ে জেতায় ফাইনাল নিশ্চিত হয়েছে মাশরাফীর দলের। শেষ দুই ম্যাচেও জয় পেলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যে রানরেটে এগিয়ে থাকা দল হবে ২৭ জানুয়ারির ফাইনালে মাশরাফী-সাকিবদের প্রতিপক্ষ।







