চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দেশে দেশে চীনা নববর্ষ

বিভিন্ন আয়োজনে উদযাপিত হচ্ছে চীনের নববর্ষ। এ উৎসব শুধু চীনে নয়, বিশ্বের নানা দেশেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। চন্দ্র বর্ষের প্রথম দিনটিকে চীনারা নববর্ষ হিসেবে পালন করে থাকে।

এ বছরকে চীনা ক্যালেন্ডারে বানর বর্ষ হিসেবে চিহ্নিত হয়েছে। চীনের প্রধান চারটি শহর কুয়াংজু, গুয়াংজু, জিয়ান এবং হুলুনবুইর-এ চলছে মূল উৎসবটি।

চীনের বাইরে সিডনিতে হচ্ছে ৬ লক্ষ লোকের সমাবেশে সিডনি অপেরার আলোকসজ্জা ও প্রদর্শনী।

এছাড়াও জার্মান, ব্রিটেন, বেলজিয়ামসহ ইউরোপিয়ান দেশগুলোতে চীনা নববর্ষ ছড়িয়ে পড়েছে।

বিভিন্ন প্রাণীদেরও নববর্ষের আনন্দ অনুষ্ঠানে যোগ দেওয়ার রীতি রয়েছে চীনা নববর্ষে।