Site icon চ্যানেল আই অনলাইন

দেশে আইনের শাসন নেই: খালেদা জিয়া

কাগজে কলমে স্বাধীন করা হলেও বিচার বিভাগের ওপর সরকারি নিয়ন্ত্রণ আরো বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, দেশে আইনের শাসন নেই, মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

শনিবার সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের ইফতার  মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দাবি করেন বিচার বিভাগ স্বাধীন নয় ।

তিনি বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। দেশে গণতন্ত্র না থাকলে আইনের শাসন থাকে না। বিচার বিভাগকে আমরাই আলাদা করে দিয়েছিলাম। বিচার বিভাগ আলাদা হয়েছে ঠিকই কিন্তু এখনো স্বাধীন হয়নি।

বিগত আন্দোলন নিয়েও কথা বলেন বিএনপি চেয়ারপার্সন। বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলনে বিএনপি বা ২০ দলের কেউ সন্ত্রাস করেনি।

শুধু বিএনপির দিকে তাকিয়ে না থেকে এই সরকারের বিরুদ্ধে জনগণকে স্বোচ্ছার থাকার আহবান জানান বেগম খালেদা জিয়া।

অবসরপ্রাপ্ত বিচারপতি টিএইচ খানের সভাপতিত্বে ইফতার-মাহফিলে আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ঢা.বির সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ,  সাবেক প্রোভিসি আফম ইউসুফ হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সুপ্রিমকোর্ট বারের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ বিএনপি এবং ২০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Exit mobile version