Site icon চ্যানেল আই অনলাইন

দেশের প্রথম সাইকেল লেন হচ্ছে রাজশাহীতে

কিশোর কিশোরিদের নির্বিঘ্নে সাইকেল চালনার সুযোগ সৃষ্টি করতে রাজশাহীতে দেশের প্রথম সাইকেল লেন নির্মাণ করেছে রাজশাহী সিটি করপোরেশন।

রাজশাহীতে খেলার মাঠের পাশাপাশি নির্বিঘ্নে চলাচলের পরিবেশ নেই বললেই চলে। কিশোর- কিশোরিরা নতুন সাইকেল কিনে তা ঘরে ফেলে রাখে। তারা সাইকেল চালানোর সুযোগ পায়না। তাদের সাইকেল চালানোর সুযোগ সৃষ্টি করতে নগরীতে সাইকেল লেন নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। যা দেশে প্রথম। প্রথম পর্যায়ে নগরীর সিএন্ডবি মোড় থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত ৫২ লাখ টাকা ব্যয়ে ৩ হাজার ফুট রাস্তার পাশে সাইকেল লেন নির্মাণ করা হচ্ছে।

সাইকেল থাকলেও রাস্তায় যানবাহন বেড়ে যাওয়ায় তা চালানোর সুযোগ পাওয়া যায় না। তবে সাইকেল লেনটি হলে সাইকেলে করেই স্কুল-কলেজে যাওয়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। সাইকেল লেন নির্মাণ করায় সিটি করপোরেশনকে স্বাগত জানিয়েছেন অভিভাবক-শিক্ষার্থীরা।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক বলেন, রাজশাহী নগরীতে সাইকেল চালানো একে বারেই কমে

নগরীর নিউ গভঃ ডিগ্রী কলেজের সামনে সাইকেল লেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সব মিলিয়ে নগরজুড়ে ১০ কিলোমিটার সাইকেল লেন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাতে ব্যয় হবে প্রায় ১০ কোটি টাকা।

উন্নত বিশ্বে বর্তমানে সাইকেল চালানোর ওপর জোর দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ নগরীতে সাইকেল লেন তৈরী করছে। এই উদ্যোগ পরিবেশ বান্ধব বলে মনে করছেন বেলার রাজশাহী বিভাগীয় পরিবেশবিদ তন্ময় স্যান্যাল ।

Exit mobile version