নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, ভারতকে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। সরকারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের নামে বিএনপির নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে গণগ্রেফতারের অভিযোগ এনে দলের নেতারা বলেছেন, গুপ্তহত্যা আর জঙ্গিবাদ দমনে ব্যর্থ হয়ে দৃষ্টি ভিন্নদিকে সরাতেই সরকার অভিযানের নামে মানুষকে হয়রানি করছে।
জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান শুরুর আগেই রাজনৈতিক নিপীড়নের আশংকা প্রকাশ করেছিল বিএনপি।
চলমান অভিযান নিয়ে তাদের অভিযোগ, বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে গ্রেফতার করা হচ্ছে। প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি।
বাংলাদেশ ইস্যুতে প্রতিবেশী ভারতের ভূমিকা নিয়েও কথা বলেন দলের নেতারা। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণগ্রেফতারের সমালোচনা করেন।
জঙ্গি দমনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারের প্রশংসা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি আশা করে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, ভারত সব গণতান্ত্রিক শক্তির সঙ্গে থাকবে।
গণতন্ত্র রক্ষায় সকল গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্য গড়ে তোলার আহবানও জানিয়েছেন বিএনপি।








