চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দূষণ থেকে বাঁচাতে নদীকে জীবন্ত সত্তা ঘোষণার দাবি

দূষণের হাত রক্ষা করতে বাংলাদেশেও বিশেষ কিছু নদীকে জীবন্ত সত্তা ঘোষণা বা মানুষের মর্যাদা দেয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, এর ফলে নদী তার প্রাকৃতিক পরিবেশে টিকে থাকার অধিকার পাবে।

পরিবেশ বিষয়ক আইনজীবীরা বলছেন, নদী রক্ষা কমিশন আইন সংস্কার করে সহজেই নদীর এ অধিকার দেয়া সম্ভব।

ভারতের উত্তরাখন্ড রাজ্যের উচ্চ আদালত গত মাসে সেদেশের গঙ্গা ও যমুনা নদীকে জীবন্ত সত্তা বা মানুষের মর্যাদা দিয়েছে। এখন নদী দুটিকে দূষিত করলে মানুষের ক্ষতি করার সমান শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

নদীমাতৃক বাংলাদেশেও দূষণ আর দখলে এখন মৃতপ্রায় বেশিরভাগ নদী। বিশেষ করে ঢাকার বুড়িগঙ্গার অবস্থা খুবই ভয়াবহ। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে নদীকেন্দ্রিক প্রতিবেশ ব্যবস্থা।

বাংলাদেশের কয়েকটি নদীকে দূষণমুক্ত রাখতে ভারতের আদলে জীবন্ত সত্তা ঘোষণার দাবি এ বিশেষজ্ঞের।

পরিবেশ বিষয়ক আইনজীবি ও বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাতীয় নদী কমিশনকে শক্তিশালী ও এর আইনের সংস্কার করে সহজেই নদীকে এ অধিকার দেয়া সম্ভব।

তাই পরিবেশের ভারসাম্য রক্ষার সার্থে যেকোন উপায়েই হোক নদীগুলো সংরক্ষণের তাগিদ দেন বিশেষজ্ঞরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: