Site icon চ্যানেল আই অনলাইন

দুর্নীতি মামলায় দণ্ডাদেশ থেকে খালাস পেলেন এরশাদ

এরশাদ
Advertisements

রাষ্ট্রপতি থাকাকালীন পাওয়া উপহার সামগ্রী আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগে করা দুর্নীতি মামলায় তিন বছরের সাজা থেকে খালাস পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিচারিক আদালতের দেয়া সাজার বিরুদ্ধে এরশাদের করা আপিল মঞ্জুর করে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রায় ঘোষণা করেন।

গত ২৭ মার্চ এই মামলায় সাজার বিরুদ্ধে করা আপিল ও এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল একসঙ্গে শুনানির জন্য বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে একটি নতুন বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

এর আগে এরশাদের আপিল শুনানি শেষে গত ২৩ মার্চ রায়ের দিন ধার্য থাকলেও আসামির সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আরও দুটি আপিল অনিষ্পন্ন থাকায় সেদিন আর রায় না দিয়ে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ।

রাষ্ট্রপতি থাকাকালীন পাওয়া উপহার সামগ্রী আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি সেনানিবাস থানায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি দায়ের করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো।

বিচারিক প্রক্রিয়া শেষে ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি এই মামলায় এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে এরশাদ আপিল করলে তার তিন বছরের কারাদণ্ড স্থগিত হয়ে যায়।

এরপর ২০১২ সালে দুদক এই মামলায় পক্ষভুক্ত হয়। সর্বশেষ গত ২২ আগস্ট মামলার আপিলটি কার্যতালিকায় আনার জন্য হাইকোর্টে আবেদন করা হয়। পরবর্তী সময়ে বিষয়টি কার্যতালিকাভুক্ত হয়।

হাইকোর্টের আদেশে এই মামলায় এরশাদ বর্তমানে জামিনে আছেন বলে জানান আইনজীবী খুরশীদ আলম খান।

Exit mobile version