স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসকে দুর্নীতির তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ডোমিনিকান রিপাবলিক থেকে মাদ্রিদ আসার পর তাকে হেফাজতে নেয় পুলিশ। একইসঙ্গে ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ প্রতিযোগিতার মঞ্চায়নের জন্য একটি লাভজনক চুক্তি করার সময় রুবিয়ালেস অবৈধভাবে কমিশন নিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। প্রসিকিউটররা তার আড়াই বছরের কারাদণ্ড চাইছেন। সকল অভিযোগ অস্বীকার করেছেন রুবিয়ালেস।
উড়োজাহাজ থেকে নামার পর সিভিল গার্ডের কয়েকজন সদস্যের সঙ্গে রুবিয়ালেসকে একটি কালো ভ্যানে তুলে নেয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে ৭২ ঘণ্টা আছে। এর আগে ডোমিনিকান রিপাবলিকে থাকা অবস্থায় পুলিশ রুবিয়ালেসের স্পেনের বাড়িতে গতমাসে তল্লাশি চালায়।
গতবছর মেয়েদের ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের বিশ্বজয়ী ফরোয়ার্ড জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দেয়ার পৃথক ঘটনায় রুবিয়ালেস যৌন নিপীড়নের দায়ে বিচারের মুখোমুখি হচ্ছেন। হারমোসো এবং তার সতীর্থরা বলেছিলেন, চুমুটি অবাঞ্ছিত এবং অবমাননাকর ছিল।
চুমুকাণ্ডের জেরে আরএফইএফ সভাপতির পদ থেকে রুবিয়ালেসকে সরে যেতে বাধ্য করা হয়েছিল। তবে তিনি সবসময় অভিযোগ অস্বীকার করেছেন।








