মার্সিসাইড ডার্বিতে লিভারপুল- এভারটনের ম্যাচ শেষে রেফারি মাইকেল অলিভারের সাথে হাস্যকরভাবে হ্যান্ডশেক করছিলেন লিভারপুলের কোচ আর্নে স্লট। এ ঘটনায় রেফারির সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য লাল কার্ড দেখেছেন তিনি। করা হয়েছে দুই ম্যাচের জন্য বহিষ্কারও।
এগিয়ে যাওয়া, পিছিয়ে পড়া এভাবে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। লিভারপুলের হয়ে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও মোহাম্মদ সালাহ। আর এভারটনের হয়ে গোল করেন বেতো ও জেমস তারকোস্কি।
শেষের বাঁশি বাজতেই মেজাজ হারিয়ে ফেলেন দুই দলের কয়েকজন। পরে লিভারপুলের কোচ অলিভারের সাথে করমর্দন করেন কিন্তু তা পছন্দ হয়নি এ রেফারির। এজন্য লিভারপুল কোচ স্লটকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এ সময় তাঁকে বেশ হতভম্বকর অবস্থায় দেখা যায়।
এ ঘটনায় প্রিমিয়ার লিগ কতৃপক্ষ বলেছে, ‘আক্রমণাত্মক, অপমানজনক ভাষা ব্যবহারের জন্য লিভারপুলের কোচ আর্নে স্লটকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তিনি দুই ম্যাচ ডাগআউটে থাকতে পারবেন না।’ পরে অবশ্য প্রিমিয়ার লিগের ওয়েবসাইট থেকে এ তথ্য মুছে ফেলা হয়।









