ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ছোট বটতলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে একটি ট্রাকের চালক ট্রাকে আটকে আছে। তার শরীরের অধিকাংশ আগুনে ঝলসে গেছে।
শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তখনই আগুন লেগে যায় একটি ট্রাকে।
এ দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।







