Site icon চ্যানেল আই অনলাইন

দিল্লির জেল থেকে ছাড়া পেলেন জেসিকার হত্যাকারী মনু শর্মা

আলোচিত মডেল ও রেস্তোরাঁ কর্মী জেসিকা লাল হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত মনু শর্মা ভারতের দিল্লির তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন।

সোমবার আরও ১৮ জন অপরাধীর সঙ্গে ছাড়া পান ভারতের অন্যতম আলোচিত এ মামলার আসামী।

এনডিটিভির খবরে বলা হয়েছে: দিল্লি শাস্তি বিধান সম্পর্কিত বোর্ডের সিদ্ধান্তের পরেই তাতে স্বাক্ষর করেন উপ-রাজ্যপাল অনিল বায়জল। দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈনের নেতৃত্বে একটি বৈঠকে গতমাসে মনু শর্মাকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই জেলে ১৭ বছর কাটিয়েছে মনু শর্মা।

করোনা ভাইরাসের কারণে জেলের ভিড় এড়াতে মনু শর্মাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

দিল্লির ট্যামারিন্ড কোর্ট রেস্তোঁরায় একটি পার্টিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিনোদ শর্মার ছেলে মনু শর্মাকে মদ পরিবেশন করতে অস্বীকার করায় গুলি করে জেসিকাকে হত্যা করেন মনু। ২০০৬ সালে তার সাজা হয়।

Exit mobile version