Site icon চ্যানেল আই অনলাইন

দিনের বেলায় রান্না করলে দুই বছর কারাদণ্ড!

দিনে রান্নার চুলা ধরালেই জেল। আগুন লাগা ঠেকাতে এমনই হুলিয়া জারি করেছে ভারতের বিহার রাজ্য সরকার। নির্দেশ উপেক্ষা করে সকাল ৯টা থেকে সন্ধে ৬টার মধ্যে রান্না করলেই দুই বছর পর্যন্ত হাজতবাস।

এই তীব্র গরমে গত ২ সপ্তাহে বিহারে আগুনে পুড়ে মারা গেছে ৬৬ জন মানুষ। নিহত হয়েছে ১২০০ পশু। আগুন লাগা ঠেকাতে বিহার সরকারের আদেশ, দিনে রান্না করা যাবে না। এই সময়ে রান্না করলে আগুন লাগার সম্ভাবনা বাড়ে।

এই বিধিনিষেধের আওতায় রয়েছে ধর্মীয় অনুষ্ঠানাদিও। যেসব ধর্মীয় কাজে আগুনের ব্যবহার রয়েছে সেগুলোও নিষিদ্ধ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকারের যুক্তি প্রচণ্ড বাতাসে শুকনো খড়কুটো ও কুড়ে ঘরগুলো সহজেই আগুন ধরে যাচ্ছে।

মাত্র দুদিন আগেই বিহারের বেগুসারাই জেলায় এমন এক ঘটনায় ৩০০ বাড়ি পুড়ে ছাই হয়েছে। চলতি গ্রীষ্মে এই হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

প্রচণ্ড তাপদাহে ভারতজুড়ে ১০০ বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিহার ছাড়াও আক্রান্ত রাজ্যগুলাের মধ্যে রয়েছে তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ এবং ঊড়িষ্যা।

Exit mobile version