আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহণের আগে করবে বিএনপি। এ কারণে দলের অভ্যন্তরীণ সকল কোন্দল নিরসন চান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাতে দলের ভাইস চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বৈঠকে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত অভ্যন্তরীণ সকল কোন্দল দ্রুত সমাধান করে শিগগিরই সংগঠিত হওয়ার নির্দেশ দেন তিনি।
বৈঠক শেষে বিএনপির একাধিক নেতা বলেছেন: জাতীয় নির্বাচনে অংশ নিতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে চান বেগম খালেদা জিয়া। এ লক্ষ্যে ভাইস চেয়ারম্যানদেরকে প্রয়োজনে সংশ্লিষ্ট জেলায় গিয়ে নেতাকর্মীদের অভিযোগ শুনে শিগগিরই তা সমাধানের নির্দেশ দিয়েছেন।
টানা ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে অালোচনা হয়েছে বলে জানা গেছে। সংগঠনকে কীভাবে আরও গতিশীল করা যায় এজন্য উন্মুক্ত অালোচনা হয়েছে।
বিএনপি নেতারা আরও বলেন: যেসব জেলা ও উপজেলায় এখনও নতুন কমিটি ঘোষণা করা হয়নি সেসব জেলা ও উপজেলায় শিগগিরই নতুন কমিটি ঘোষণার কথা বলেছেন।এছাড়া আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করতে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করারও পরামর্শ দিয়েছেন তিনি।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর, ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, আবদুল্লাহ আল নোমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, আহমদ আজম খান, এ জেড এম জাহিদ হোসেন, মো. শাজাহান, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদসহ ২৪ জন উপস্থিত ছিলেন।








