Site icon চ্যানেল আই অনলাইন

দলিত শিশু পোড়ানোকে ‘কুকুর পেটানো’ বললেন ভারতীয় সাবেক সেনাপ্রধান

ভারতের হরিয়ানা রাজ্যে দুই দলিত শিশুকে পুড়িয়ে মারার ঘটনা নিয়ে বলতে গিয়ে সেটাকে কুকুর পেটানোর সঙ্গে তুলনা করেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক সেনাপ্রধান জেনারেল ভিকে সিংহ। তুলনা দিতে গিয়ে বলেন, ‘যদি কেউ কুকুরের দিকে পাথর ছুঁড়ে মারে তাহলে সরকারের কী করার থাকে ’।

ভিকে সিংহের বক্তব্য, ‘ওই ঘটনার দায় কিছুতেই সরকারের ঘাড়ে বর্তাতে পারে না।’

শোনপেড়ে গ্রামে গভীর রাতে পেট্রোল ঢেলে একটি বাড়িতে আগুন লাগিয়ে যে দু’টি শিশুকে পুড়িয়ে মারা হয়েছে, তাতে কি রাজ্য প্রশাসন তারদায় এড়াতে পারে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘এর সঙ্গে সরকারকে জড়াবেন না। এটা দুই পরিবারের ঝগড়ার পরিণতি। তদন্ত করে দেখা হচ্ছে।’

গত সোমবার হরিয়ানার একটি ঠাকুর অধ্যুষিত গ্রামে গভীর রাতে এক দলিত দম্পতির বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতির আড়াই বছরের ছেলে বৈভব আর এগারো মাসের মেয়ে দিব্যার। তাদের মায়ের অবস্থাও সঙ্কটজনক। তার শরীরের ৭০ শতাংশই পুড়ে গিয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় তার স্বামী জিতেন্দ্রও রয়েছেন দিল্লির সফদরজঙ হাসপাতালে।

Exit mobile version