Site icon চ্যানেল আই অনলাইন

দর্শক না থাকার সুবিধা দেখছে চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে শিরোপার লড়াই মূলত অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের। জেমকন খুলনায় অভিজ্ঞ ক্রিকেটারের সমাবেশ, গাজী গ্রুপ চট্টগ্রামে তরুণদের ছড়াছড়ি।

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে দুবার শিরোপা এনে দেয়া মোহাম্মদ সালাউদ্দিন এবার চট্টগ্রামের কোচ। দারুণ ক্রিকেট খেলে তার দল উঠেছে ফাইনালে। আরেকটি টি-টুয়েন্টি শিরোপা জয়ের হাতছানি তার সামনে।

দেশের কোচদের মধ্যে সবচেয়ে সফল সালাউদ্দিন মাঠে খেলোয়াড়দের অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন। খুলনার মাহমুদউল্লাহ-মাশরাফী-জহুরুলদের চেয়ে কম অভিজ্ঞ চট্টগ্রামের লিটন-সৌম্য-মিঠুন-মোস্তাফিজরা। ফাইনালে নামার আগে অভিজ্ঞতাকেই এগিয়ে রাখছেন তিনি।

করোনা পরিস্থিতির কারণে মাঠে দর্শক উপস্থিতি থাকছে না। দর্শকের সামনে শত চাপ মাথায় নিয়ে খেলায় অভ্যস্ত মাশরাফী-মাহমুদউল্লাহরা। সেদিক থেকে তরুণদের জন্য হাজার হাজার দর্শকের সামনে খেলা কঠিনই! দর্শক না থাকায় তাই সুবিধা দেখছেন চট্টগ্রাম কোচ।

‘আমি মনে করি টি-টুয়েন্টি হচ্ছে অভিজ্ঞদের খেলা। মাঠের ভিতরে যাদের যত ভালো মাথা থাকবে, তারাই ম্যাচ জিতবে। সেদিক দিয়ে খুলনা অনেক এগিয়ে আছে। কারণ তাদের অনেকগুলো বড় বড় ক্রিকেটার আছে। আমাদের ছেলেদের হয়তো ঐ অভিজ্ঞতা নেই, খুব বেশি ফাইনাল ম্যাচও তারা খেলেনি।’

‘যেহেতু দর্শক নাই, এটা একটা বড় ধরনের সুবিধা। দর্শক থাকলে হয়তো একটু চিন্তার বিষয় ছিল। কারণ ঐ চাপটা নেয়া ছেলেদের জন্য অনেক কঠিন হয়ে যেত।’

‘দর্শক না থাকায় একটু শান্তিতে আছি। পুরা টুর্নামেন্টে আমাদের একটা ধারাবাহিকতা ছিল, এ ম্যাচটাও সেভাবে খেলতে পারলে আমাদের একটা ভালো সুবিধা থাকবে।’

Exit mobile version