চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দগ্ধ বাবুলের মৃত্যুর ঘটনায় পাঁচ পুলিশ সদস্য সাসপেন্ড

মিরপুরে অগ্নিদগ্ধ চা দোকানী বাবুলের মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার ৩ এসআই, ১
এএসআই ও ১ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার মিরপুরের
শাহআলী থানার পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন উপ-পরিদর্শক মোমিনুর রহমান খান এবং নিয়াজ উদ্দিন মোল্লা, সহকারি উপ পরিদর্শক দেবেন্দ্র নাথ এবং কনস্টেবল জসিম উদ্দিন।

বাবুলের পরিবারের অভিযোগ, বুধবার রাত ৯টায় মিরপুর ১ নম্বর গুদারাঘাটে চাঁদা না পেয়ে পুলিশ চা বিক্রেতা বাবুল মাতব্বরের কেরোসিনের চুলায় বাড়ি মারে। এতে কেরোসিন ছিটকে বাবুলের গায়ে লাগে এবং আগুন ধরে যায়।

৯৫ শতাংশ পোড়া শরীর নিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পরিবার বলছেন, চাঁদা না দেওয়ায় পুলিশ বাবুলের ওপর চড়াও হয়েছিল। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত পুলিশ সোর্সসহ ৬ জনের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা দায়ের হয়েছে।