Advertisements
বিশ্বব্যপি অর্থনীতি, রাজনীতি, ক্ষমতা বলয়, অস্ত্রের ঝনঝনানি, সবকিছুর কেন্দ্রেই কোন না কোন ভাবে দেখা যায় তেলের তেলেসমতি। তেল ছাড়া অচল তাবড় বিশ্বশক্তির সকল কর্মযজ্ঞ। বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী শক্তির বেমালুম হামলা, ক্ষেত্র বিশেষে, বিশেষ অবস্থান, এসব পুরোটাই নিয়ন্ত্রণ করে বিশ্বের তেল কেন্দ্রিক অর্থনীতি।








