Site icon চ্যানেল আই অনলাইন

তিন ধাপ এগিয়ে দুই ধাপ পেছানো

ঘরের মাঠে নেপালের বিপক্ষে সাফল্যে তিন ধাপ এগিয়ে দুসপ্তাহের মাথায় ফিফা র‌্যাঙ্কিংয়ে দুধাপ পিছিয়েছে বাংলাদেশ। নতুন প্রকাশিত টেবিলে প্রভাব পড়েছে কদিন আগে কাতারের মাটিতে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশটির বিপক্ষে হেরে।

করোনা বিরতি কাটিয়ে নভেম্বরে মাঠে ফিরেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ আয়োজন করে। প্রথম ম্যাচে ২-০ গোলে জয় এবং দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছিল স্বাগতিকরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে সেটার ছাপ পড়েছিল। ১৮৭ থেকে এগিয়ে ১৮৪তে গিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপ ও এশিয়ান কাপের প্রাক বাছাইয়ে কাতারের বিপক্ষে হারের পর দুধাপ পিছিয়ে ১৮৬তম স্থানে এখন জেমি ডের দল।

সামনের বিশ্বকাপের আয়োজক দেশটির বিপক্ষে বাছাই খেলতে যেয়ে জামাল ভুঁইয়ারা হেরেছে ৫-০ ব্যবধানে।

শুক্রবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ফিফা টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। দুইয়ে ফ্রান্স, তিনে নেইমারের ব্রাজিল, চারে ইংল্যান্ড, পাঁচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, ছয়ে স্পেন, সাতে লিওনেল মেসির আর্জেন্টিনা, আটে উরুগুয়ে, নয়ে মেক্সিকো ও দশে আছে ইতালি।

Exit mobile version