সোমবার সকাল থেকেই যানজটে নাকাল রাজধানীবাসী। বিশেষ করে অসুবিধায় পড়েছেন অফিসগামী ও জরুরী প্রয়োজনে বের হওয়া মানুষ। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকতে হয়েছে তাদের। এমন পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে: রাজধানীতে পৃথক একাধিক সড়ক দুর্ঘটনা এবং একটি বাস বিকলের ঘটনায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।
ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে: গুলিস্তান, মগবাজার, বিজয় সরণি, তেজগাঁও, বনানী থেকে উত্তরার দিকের বেশিরভাগ সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।
এর কারণ হিসেবে বলা হচ্ছে: মগবাজার ফ্লাইওভারের ওপরে একটি গাড়ি বিকল হওয়ায় মহাখালী বাস টার্মিনাল থেকে তিব্বত, নাবিস্কো, লাভ রোড টু মগবাজার ফ্লাইওভার পর্যন্ত গাড়ির তীব্র চাপ হয়েছে। এ মুহূর্তে মহাখালী বাস টার্মিনাল থেকে লাভ রোড সড়ক এড়িয়ে চলে বিকল্প রুট ব্যবহার করতে অথবা হাতে সময় নিয়ে বের হওয়ার জন্য চলাচলকারীদের প্রতি অনুরোধ। তবে বিকল বাসটি সরানো হয়েছে।
সকাল ৯টায় আজিমপুর থেকে অফিসের উদ্দেশে রওনা করা কবির হোসেন ১২টায়ও মহাখালী ফ্লাইওভারের ওপরে আটকে ছিলেন। তিনি বলেন: তিনি যানজটের কারণে মহাখালী ফ্লাইওভারে প্রায় ঘণ্টাখানেক ধরে আটকে আছি। নিচে বনানীর দিকের সড়কেও তীব্র যানজট রয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে: মগবাজারের পাশাপাশি বিজয় সরণি সিগন্যালে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের কারণে এই রুটে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। তেজগাঁও ট্রাফিক বিভাগ দ্রুততার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছে। এরইমধ্যে দুর্ঘটনা কবলিত যানবাহন সরানো হচ্ছে।
এছাড়া পৃথক আরেকটি দুর্ঘটনা ঘটেছে বায়তুল মোকারামের সামনে। সেখানে সকাল ১০টার পর সড়কে বাঁশজাতীয় পণ্য বহন করা ট্রাক সড়কের মাঝে উল্টে যায়। পণ্যগুলো সড়কের এদিক ওদিক ছিটিয়ে পড়ে। ফলে এই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে কিছু যানবাহন চলাচল করতে পারলেও পল্টন থেকে বিজয়নগরের দিকে গাড়ি থমকে আছে।
ট্রাফিক পুলিশের পক্ষ বলা হচ্ছে: দুপুরের পর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এই সময় যাদের তাড়া রয়েছে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে।









