Site icon চ্যানেল আই অনলাইন

তাজমহলের ঝাড়বাতি ভেঙ্গে পড়েছে

ভারতের তাজমহলের প্রবেশদ্বারে ঝোলানো একটি ঝাড়বাতি মেঝেতে ভেঙ্গে পড়েছে। প্রায় ষাট কিলোগ্রাম ঝাড়বাতিটি কিভাবে ভেঙ্গে পড়লো এই কারণ খতিয়ে দেখতে তদন্তের নিদের্শ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাজমহলে থাকা একজন কর্মচারী ওই ঝাড়বাতিটি মুছতে গেলে তা ভেঙ্গে মেঝেতে পড়ে যায়। মেঝেতে ঝাড়বাতিটি পড়ার পর তাজমহলে ঘুরতে আসা পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে।

তাজমহলে থাকা ট্যুর গাইডরা কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন। তবে ঘটনা তদন্তে থাকা প্রত্নতত্ত্ববিদ জানিয়েছেন, সম্ভবত ওই ঝাড়বাতিটি বহু পুরনো হয়ে যাওয়া ভেঙ্গে পড়েছিলো। ভেঙ্গে যাওয়া ঝাড়বাতিটি ভারতের সাবেক ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন উপহার দিয়েছিলেন।

Exit mobile version