Site icon চ্যানেল আই অনলাইন

তফসিলের পর অাইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ

নির্বাচন কমিশন-নির্বাচনের প্রস্তুতি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পরবর্তী সময়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় অাইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপিকে নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নূরুল হুদা।

শনিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠকে এমন নির্দেশের কথা জানানো হয়।

অাগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বেলা সোয়া ১১টায় বৈঠকটি শুরু হয়। এতে ডিএমপি কমিশনার অাছাদুজ্জামান মিয়ার নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

সিইসির সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন অাহমদও উপস্থিত ছিলেন।

তেজগাঁও জোনের ডিসি বিপ্লব সরকার গণমাধ্যমকে জানান, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পরবর্তী সময়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় অাইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিইসি ডিএমপিকে নির্দেশনা দিয়েছেন।’

তবে তফসিলের অাগে এটি একটি রুটিন সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেন তিনি।

Exit mobile version