Site icon চ্যানেল আই অনলাইন

ঢিলকাণ্ড তদন্তে বিসিবির বিশেষ কমিটি

অস্ট্রেলিয়ার টিম বাসে ‘ঢিল ছুঁড়ে’ জানালা ভাঙার অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে বিশেষ একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনা তদন্তে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার মাধ্যমে ‘উচ্চ-ক্ষমতাসম্পন্ন’ একটি কমিটি করা হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার অভিযোগ, সোমবার রাতে মাঠ থেকে হোটেলে ফেরার সময় তাদের টিম বাসে কে বা কারা ঢিল ছুঁড়ে জানালার কাঁচ ভাঙে। তবে কেউ আঘাত পাননি। বাংলাদেশ কর্তৃপক্ষের তাৎক্ষণিক ব্যবস্থায় তারা সন্তুষ্ট হওয়ার কথাও জানায়।

সিএ’র নিরাপত্তাপ্রধান শন ক্যারল বিবৃতিতে দাবি করেন, ‘গত রাতে হোটেলে ফেরার পথে অস্ট্রেলিয়ার টিম বাসের একটি জানালা ভেঙে গেছে। এই ঘটনায় কেউ আহত হননি।’

এই সফর ঘিরে প্রথম থেকেই নিরাপত্তার ব্যাপারটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠ থেকে হোটেলে ফেরার নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে বিসিবির পক্ষ থেকে যে নিরাপত্তা দেয়া হচ্ছে তার প্রশংসা করে ক্যারল জানান, বিসিবির দেয়া নিরাপত্তায় তারা সন্তুষ্ট।

 

Exit mobile version