Site icon চ্যানেল আই অনলাইন

ঢাবিতে অনুষ্ঠিত হলো আদিবাসি শিক্ষার্থীদের চলচ্চিত্র উৎসব

ঢাবি প্রতিনিধি: নিজেদের সংস্কৃতিকে মূলধারার সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের আদিবাসি শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন জুম লিটারেচার এন্ড কালচারাল সোসাইটির আয়োজনে টিএসসি অডিটোরয়িমে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র উৎসব।

এ উৎসবে তাদের নিজেদের ভাষায় নির্মিত মোট পাঁচটি চলচিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্র পাঁচটি হচ্ছে, উন্ডুচে বৌদ্ধ, ডুলু কুমোরি, সাদাং পোসা, পাথ্যডি এবং বিজু ইন সিটি। চলচ্চিত্র উৎসবের পাশাপাশি ৪০ টি আলোকচিত্র প্রদর্শন করা হয় যেটি আদিবাসিদের জীবন বৈচিত্র্যর চিত্র তুলে ধরে।

চলচ্চিত্র প্রদর্শনীতে উপস্থিত থেকে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান  প্রশংসা করে বলেন, আমরা আদিবাসি শিক্ষার্থীদের প্রতি খুবই আন্তরিক। তাদের সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

Exit mobile version