Site icon চ্যানেল আই অনলাইন

ঢাকায় নয়, ফারুকীর ‘ডুব’-এর প্রিমিয়ার হবে কলকাতায়

'ডুব' ছবির পোস্টার

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ডুব’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর। কিন্তু তার আগে ২৬ অক্টোবর বৃহস্পতিবার ‘ডুব’-এর প্রিমিয়ার হচ্ছে কলকাতায়। রবিবার নির্মাতা ফারুকীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাস থেকে এমন তথ্যই জানা গেছে।

যৌথ প্রযোজনার চলচ্চিত্রের ক্ষেত্রে দুই দেশেরই সমান ভূমিকা থাকে, সেদিক বিবেচনায়ই প্রিমিয়ার ভারতে করার সিদ্ধান্ত। ফারুকী জানান, ‘ছবির চারজন প্রধান অভিনয় শিল্পীর মধ্যে দুইজন বাংলাদেশের এবং দুইজন ভারতের। ছবির পরিচালক এবং চিত্রনাট্যকার বাংলাদেশের। চিত্রগ্রাহক, সম্পাদক, সংগীত পরিচালক বাংলাদেশের। গল্প বাংলাদেশের। লোকেশন বাংলাদেশে। শুটিং হয়েছে বাংলাদেশে। মহরত বাংলাদেশে। এখন আমাদের ভারতীয় প্রযোজক প্রশ্ন করেছেন, প্রিমিয়ারও যদি বাংলাদেশে করেন তাহলে আমরা কি পেলাম?’

‘ডুব’ মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা বাংলাদেশের দর্শকদের ফারুকী আরও জানান, দুই দেশের প্রযোজকদের মিলিত সিদ্ধান্তে প্রিমিয়ার হচ্ছে কলকাতায়। ফারুকী ছাড়াও সেই প্রিমিয়ার শোতে থাকবেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র এবং চলচ্চিত্রটির অন্যান্য প্রযোজকেরা। বাংলাদেশের জনগণকে ‘ডুব’ দেখতে অপেক্ষা করতে হবে ২৭ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ এবং ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, আমেরিকা, সিঙ্গাপুর, ইতালী, ও ফ্রান্সে মুক্তি পাবে ডুব। এরই মধ্যে বুসান ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে ‘ডুব’, সামনে যাচ্ছে মিউনিখ এর উৎসবেও। ২৭ অক্টোবর মুক্তির পর দেশের সবাইকে হলে গিয়ে ‘ডুব’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন ফারুকী।

Exit mobile version