শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী ড.মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলাটি চলবে কি না, জানা যাবে আগামী ৮ মে।
শ্রম আদালতের করা মামলার কার্যক্রম সচলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আদেশের জন্য ৮ মে দিন ধার্য করেন।
আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের একজন শ্রম পরিদর্শক বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন। ওই মামলা বাতিল চেয়ে ড. ইউনূস হাইকোর্টে আবেদন করেন। এর শুনানি নিয়ে গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট রুলসহ মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। পরে মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ড. মুহাম্মদ ইউনূসের করা আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন হাইকোর্ট। ফলে মামলার কার্যক্রম সচলের সুযোগ তৈরি হয়। তবে এই রায় স্থগিত চেয়ে ড. ইউনূস আবেদন করেন।







