শুটিং করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। বুধবার গাজীপুরের ন্যাশনাল পার্কে ‘ডেঞ্জার জোন’ সিনেমার শুটিং করার সময় এই নায়ক তার তলপেটে আঘাত পান বলে চ্যানেল আই অনলাইনকে জানান পরিচালক বেলাল সানি।
‘ডেঞ্জার জোন’ সিনেমার পরিচালক বেলাল সানি আরও বলেন, দৃশ্যটি ছিল ঝুঁকিপূর্ণ। দুপুর সাড়ে ১২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বাপ্পীর কোমরে বাঁধা ছিল ক্রেনের কালো সুতা। দৃশ্যটি ছিল জাদুর ধাক্কায় উড়ে যাবে। কিন্তু কোমরে বাঁধা সুতোর টানটা এতটাই জোরে হয়েছিল যে ঘাড়টা বাঁকা হয়ে নিচের দিকে চলে যায়। বাপ্পীর তলপেট ও মাংসপেশিতে মারাত্মক টান লেগেছে।
বর্তমানে বাপ্পীকে বিশ্রামে রাখা হয়েছে। তার বাকি অংশের কাজ ডামি দিয়েই সম্পন্ন করা হচ্ছে বলে জানান নির্মাতা।
এদিকে, বাপ্পীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তার সহকারি জানান, অল্পের জন্য অনেক বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাপ্পী। দুর্ঘটনার পরেই বাপ্পী ক্ষণিকের জন্য অচেতন ছিলেন। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তিনি ট্রমা থেকে বেরিয়ে আসেন।
নির্মাতা সূত্রে জানা যায়, চারদিন ধরে গাজীপুরের ন্যাশনাল পার্কে চলছে ‘ডেঞ্জার জোন’ সিনেমার শেষদিকের শুটিং। আরও একদিনের শুটিং ও দুটি গানের কাজ হলে শেষ হবে পুরো সিনেমার কাজ।
সাইন্স ফিকশন ছবি ‘ডেঞ্জার জোন’-এর কাজ শুরু হয়েছিল বছর দুয়েক আগে। নানা কারণে এতদিন থেকে এর কাজ। ছবিতে ব্যবহার করা হচ্ছে ভিএফএক্স। চলতি বছরেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার কথা।








