Site icon চ্যানেল আই অনলাইন

ঠাকুরগাঁওয়ে বোরো ক্ষেতে ব্লাস্ট, ভুট্টায় গোড়াপচা রোগ

Advertisements

ঠাকুরগাঁওয়ে ধান ক্ষেতে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেইসাথে ভুট্টায় আক্রমন করেছে গোড়া পচা রোগ। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ।

ক’দিন পরই সোনালী পাকা ধান ঘরে তোলার কথা কৃষকের। এই সময়ে ক্ষেতে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ। ছত্রাকনাশক ছিটিয়েও ফল পাচ্ছেন না কৃষক। ব্রিধান ৬৩ চাষ করে চরম ক্ষতির মুখে পড়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার মাতৃগাঁও গ্রামের ৫০ জন কৃষক।

বালাইনাশক ব্যবহার করে ফল না পাওয়ায় ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসক ও সদর উপজেলা কৃষি অফিসে স্মারকলিপি দিয়েছেন কৃষক।

এদিকে ভুট্টা ক্ষেতেও দেখা দিয়েছে গোড়া পচা রোগ।এ বিষয়ে জরুরি কিছু উদ্যোগ নেয়া হয়েছে, জানিয়েছে কৃষি বিভাগ।

জেলার পাঁচ উপজেলায় এবার ৬৩ হাজার ছয়শ’ হেক্টর জমিতে বোরো ধান ও সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-

Exit mobile version