Site icon চ্যানেল আই অনলাইন

ট্রেলারের পর পোস্টারে কবি চন্দ্রাবতী

আসছে ১৫ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাচ্ছে বাংলাদেশের কিংবদন্তী নারী কবি চন্দ্রাবতীর জীবনী নির্ভর চলচ্চিত্র ‘চন্দ্রাবতী কথা’। সম্প্রতি ট্রেলার প্রকাশের পর এবার প্রথম অফিশিয়াল পোস্টারও শেয়ার করলেন নির্মাতা এন. রাশেদ চৌধুরী।

সোমবার সন্ধ্যার পর ‘চন্দ্রাবতী কথা’র অফিশিয়াল ফেসবুকে সিনেমাটির পোস্টার শেয়ার করে জানানো হয়, এর আগে চলচ্চিত্র উৎসবগুলোর জন্য ‘চন্দ্রাবতী কথা’র একটি পোস্টার সবাই দেখেছেন। এবার এই চলচ্চিত্রটি মুক্তি সামনে রেখে প্রকাশিত হলো প্রথম অফিশিয়াল পোস্টার।

বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীকে। মলুয়া, দস্যু কেনারামের পালা এবং রামায়ণ তার অন্যতম সৃষ্টি। তবে তার সৃষ্টির চেয়ে ঢের বেশি নাটকীয় এবং একইসঙ্গে বিয়োগান্তক তার নিজের জীবন। ষোড়শ শতকের সেই অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারীর জীবনই ‘চন্দ্রাবতী কথা’।

এরআগে গেল সোমবার ২ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলার প্রকাশিত হয় সিনেমাটির। প্রশংসা করেন সিনেসমালোচক সহ সাধারণ দর্শকও। ‘বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড’ এর নিবেদনে এবং ‘জাজ মাল্টিমিডিয়ার’ পরিবেশনায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

সেন্সর বোর্ডে প্রায় এক বছর সিনেমাটি আটকে থাকার পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ছাড়পত্র পায় এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’। এরআগে ২০১৯ এর নভেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের মাধ্যমে ‘চন্দ্রাবতী কথা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর পৃথিবীর বেশ কিছু চলচ্চিত্র উৎসবেও প্রদর্শীত হয় সিনেমাটি।

সরকারি অনুদানপ্রাপ্ত ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েসন্স-এর প্রযোজনায় ‘চন্দ্রাবতী কথা’ ছবির টিভি ও অনলাইন সত্ব চ্যানেল আইয়ের।

সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দোয়েল ম্যাশ এবং চন্দ্রাবতীর প্রেমিক জয়ানন্দের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এছাড়া আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, জয়িতা মহলানবিশ প্রমুখ।

ছবির সম্পাদনা ও শব্দ সংযোজনে ছিলেন যথাক্রমে পশ্চিমবঙ্গের প্রখ্যাত সম্পাদক শঙ্খ ও শব্দগ্রাহক সুকান্ত মজুমদার। এর কালার কারেকশন ও পোস্ট এর অন্যান্য কাজ হয়েছে কলকাতার চেরীপিক্স এ। ছবির সংগীতায়জনে ছিলেন কলকাতার খ্যাতনামা লোকংগীত শিল্পী সাত্যকি ব্যানার্জী। ‘চন্দ্রাবতী কথা’ সিনেমায় অনন্য এক বিচ্ছেদী ভাটিয়ালি গান গেয়েছেন স্থানীয় রামায়ণ-পালা শিল্পী শংকর।

Exit mobile version