Site icon চ্যানেল আই অনলাইন

টেস্ট দলে জায়গা হারালেন মোস্তাফিজ

পাকিস্তান সফরে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি মোস্তাফিজুর রহমান। টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার, রুবেল হোসেন ও নাজমুল হোসেন শান্ত।

ভারত সিরিজের পর পাকিস্তান সফরেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক। চোটের কারণে দলে নেই সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদী হাসান মিরাজ।

পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন মোস্তাফিজ। এ বাঁহাতি পেসার সবশেষ কয়েকটি সিরিজে জ্বলে উঠতে পারেননি। ঘরোয়া প্রথম শ্রেনির ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি আসর বিসিএলে শনিবার ১৯ ওভার বোলিং করেও পাননি কোনো উইকেট। খরচ করেছেন ৮৭ রান।

বাংলাদেশ দল পাকিস্তান যাবে ৪ ফেব্রুয়ারি। রাওয়ালাপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু ৭ ফেব্রুয়ারি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে এপ্রিলে। সেই ম্যাচের জন্য নতুন করে দল ঘোষণা করবে বিসিবি। পুরো সফরেই দলের বাইরে থাকছেন মুশফিকুর রহিম। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান পাকিস্তান সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

প্রথম টেস্টের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মো: মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন, রুবেল হোসেন।

Exit mobile version