Site icon চ্যানেল আই অনলাইন

টেকনাফে আটক বিজিপির চার সদস্যকে হস্তান্তর বুধবার

Advertisements

কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের দায়ে আটক মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী-বিজিপির চার সদস্যকে বুধবার হস্তান্তর করা হবে।

বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে বলে মঙ্গলবার রাতে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২ টায় আটক চারজনকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে। এসময় মিয়ানমার ও বাংলাদেশের দুইটি প্রতিনিধি দল উপস্থিত থাকবে।

গত ২৫ আগস্ট রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদী পয়েন্ট থেকে এ চার সদস্যকে আটক করে বিজিবি। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তারা বিজিপি সদস্য বলে স্বীকার করেন। এসময় তাদের ব্যবহৃত একটি স্পিটবোট, অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।

Exit mobile version