Site icon চ্যানেল আই অনলাইন

টি-টুয়েন্টি আসর মাতাতে দুবাই যাচ্ছেন রুমানা-জাহানারা

আমন্ত্রণমূলক টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলতে ৩০ এপ্রিল দুবাই যাচ্ছেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার রুমানা আহমেদ ও জাহানারা আলম। বিসিবির নারী বিভাগের ম্যানেজার তৌহিদ মাহমুদ খবরটি নিশ্চিত করেছেন।

‘ফেয়ারব্রেক’ নামের আসরটিতে জাহানারা খেলবেন টিম ফ্যালকনে। রুমানা খেলবেন বার্মি আর্মি দলের হয়ে। দুজন একসঙ্গেই দুবাই যাচ্ছেন।

১ থেকে ১৫ মে পর্যন্ত মাঠে গড়াবে টুর্নামেন্ট। ম্যাচ ১৯টি। বেসরকারি আসরটিতে খেলবেন ৩০ দেশের নারী ক্রিকেটাররা।

বিদেশি লিগে ডাক পাওয়ায় পরিবারের সঙ্গে ঈদ করা হচ্ছে না রুমানা ও জাহানারার। খুলনায় নিজ বাড়িতে থাকা রুমানা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘রোজা রেখেই অনুশীলন করতে হচ্ছে। ঈদের প্রস্তুতি চলছে ক্রিকেট মাঠে। শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করে মাত্রই বাসায় ফিরলাম। দুবাইয়ের টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলার লক্ষ্য রয়েছে। যতটা সম্ভব অনুশীলন চালিয়ে যাচ্ছি।’

দুবাই থেকে ফিরেই ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নামবেন রুমানা-জাহানারা। দুই বছর বিরতির পর ২০ মে মাঠে গড়াচ্ছে ঘরোয়া আসরটি।

Exit mobile version