পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে জোড়া গোল করে নজর কেড়েছেন আরশাদ হোসেন। সাউথ কোরিয়ার বিপক্ষে ম্যাচের মতো বল জালে জড়িয়ে লড়াইয়ের আশা দেখাচ্ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত হকিম্যান। শেষপর্যন্ত আশায় গুঁড়েবালি! বড় ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে গোবিনাথ কৃষ্ণমূর্তির শিষ্যরা।
জোড়া গোল করতে পারায় সন্তুষ্টি বোধ হচ্ছে আরশাদের। কিন্তু ভেতরটা পোড়াচ্ছে দল জিততে না পারায়, ‘আমার আরও বেশি ভালো লাগত যদি দল ইতিবাচক ফলাফল করতে পারত। ৪০ মাস আন্তর্জাতিক হকির বাইরে ছিলাম। এখানে বড় ঘাটতি আছে। ওরা ভালো দল, র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে আছে। আমরা ভালো কিছু করার জন্য অনেক চেষ্টা করেছি। পরবর্তীতে আশা করি ভালো কিছু হবে।’
বাংলাদেশের পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করতে না পারার দুর্বলতা আছে। সেটির জবাবও দিতে হল, ‘এখানে নয়, আসলে আমাদের পুশ ভালো হয়নি। আর তারা অনেক দ্রুতগতির তাই আমাদের ভুল হয়ে গেছে।’
‘তারা অনেক অভিজ্ঞ। অনেক ম্যাচ খেলে। আমাদের আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় না। অনুশীলন ভালো করলে আশা করি পাকিস্তানের মতো দলের সাথে ভালো করব। শুধু পাকিস্তান না, আরও অনেক দলের সাথেই আমরা পারব। আমাদের নিয়মিত অনুশীলন ম্যাচ খেলতে হবে।’
৪০ মাস আন্তর্জাতিক ম্যাচ না খেললেও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির আগে দুটি অনুশীলন ম্যাচ খেলেছিল বাংলাদেশ। মূল আসরে নেমে ভারতের কাছে বিধ্বস্ত হয় ৯ গোল হজম করে। সাউথ কোরিয়ার সাথে লড়াই করে সম্ভাবনা দেখিয়েছিল, শেষঅবধি হারতেই হয়। জাপান এবং পাকিস্তানের সাথে বিবর্ণ পারফরম্যান্স কোরিয়া ম্যাচের লড়াই ঢেকে দিয়েছে।
আরশাদ সেটি নিয়ে বললেন, ‘আমরা টানা তিনটি বড় ম্যাচ খেলে ফেলেছি। এতবেশি আমরা অভ্যস্ত না। তারা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। আমাদের র্যাঙ্কিংটা দেখেন। আমাদের ছেলেরা চেষ্টা করেছে, কিন্তু হয়নি। পরবর্তীতে হবে।’
হকিতে ঘরোয়া লিগের অব্যবস্থাপনা নিয়ে কম আলোচনা হয় না। তবুও ফেডারেশনের টনক নড়ে না। আরশাদ চান নিয়মিত লিগ হোক। তাতে খেলোয়াড়রা উন্নতি করবে বলে আশা।
‘আমরা মাত্র ১০ দিন অনুশীলনের সময় পেয়েছি এত বড় টুর্নামেন্ট খেলার জন্য। লিগ খেলার কারণেই খেলোয়াড়রা ফিট ছিল, তাই খেলতে পেরেছে। প্রতি বছর লিগ হলে আমরা খেলার মধ্যে থাকি। খেলাটা ভালো হয়।’
‘যারা বাহিনীতে আছে, তাদের জন্য ঠিক আছে। আমি বিমান বাহিনীতে আছি, তাই আমার জন্য ঠিক আছে। বাকি যারা আছে, তাদের জন্য ঠিক নাই। তাদের জন্য লিগ নিয়মিত প্রয়োজন।’







