বলিউড সুপারস্টার অভিনেতা সালমান খানের সার্বক্ষণিক দেহরক্ষী শেরা। এক নামে সবাই তাকে চেনেন। এই তারকা অভিনেতার সাথে ছায়াসঙ্গী হয়ে থাকা দেহরক্ষী শেরাকে বিশ্ব খ্যাত বক্সার মাইক টাইসনকে পাহারা দিতে পাঠালেন সালমান নিজেই!
বিশ্ব খ্যাত বক্সার মাইক টাইসন ভারত সফরে এসেছেন শুক্রবার। আর তাকে সুরক্ষিত রাখতেই নিজ উদ্যোগে শেরাকে টাইসনের কাছে পাঠালেন সালমান খান। এমন খবরই দিয়েছে ভারতীয় মিডিয়া।
এবারই প্রথম নয়, এরআগেও বিশ্ব তারকাদের ভারত সফর উপলক্ষ্যে নিজের দেহরক্ষীকে কয়েক দিনের জন্য পাঠিয়েছেন সালমান। এরআগে প্যারিস হিল্টন ও জাস্টিন বিবারের ভারত সফর উপলক্ষ্যেও শেরাকে তাদের সুরক্ষা নিশ্চিত করতে পাঠিয়ে ছিলেন সালমান।









