টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। টসে হেরে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
শারজায় শনিবার মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ইংল্যান্ডের বিপক্ষে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মুর্শিদা খাতুনের পরিবর্তে একাদশে জায়গায় পেয়েছেন দিলারা আক্তার।
আসরের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শুরু করেছে টিম টাইগ্রেস। ওই ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। টাইগ্রেস অধিনায়কের শততম টি-টুয়েন্টি ম্যাচটি আরও স্মরণীয় হয়েছিল ওই জয়ে।
বাংলাদেশের মাটিতে এবারের মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। রাজনৈতিক পালাবদলে শেষ মুহূর্তে এসে পাল্টে যায় ভেন্যু। আসর নির্ধারণ হয় সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার, ঋতু মনি, সোবহানা মোস্তারি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, তাজ নেহার ও সাথী রাণী।









