৬ ওভারে ৫৯, ১০ ওভারে ৯১। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নেমে মিরপুরে ঝড় তোলেন তামিম ইকবাল ও লিটন দাস। বাংলাদেশ টস হেরে ব্যাটিংয়ে এসে ইনিংসের অর্ধেকে তুলেছে একশর কাছে রান।
শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার উদ্বোধন করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলছেন তামিম-লিটন জুটি। লিটন প্রথম ওভার থেকেই ঝড় তোলেন, তামিম একটু সময় নিয়ে খোলেন হাত।
এই রিপোর্ট লেখা পর্যন্ত লিটন ২৯ বলে ৪৮ রানে ব্যাট করছেন, তামিম ৩৩ বলে ৩ চার ও ২ ছয়ে ৪১ রানে ফিরে গেছেন।
সিরিজের একমাত্র টেস্টে সাড়ে তিনদিনে জেতা টাইগার দল আত্মবিশ্বাসে অনেকটা এগিয়ে থেকে প্রথম ওয়ানডেতে ১৬৯ রানের বিশাল জয় তোলে। পরের ম্যাচে লড়ে আনে ৪ রানের জয়। সিলেটে শেষ ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার অধিনায়ক অধ্যায়ের বিদায়ী ম্যাচে জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল বিপ্লব, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।







