টপকাতে হবে ২১৫ রানের পাহাড়সম বোঝা। শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া লক্ষ্যটা পেরিয়ে যেতে শুরু থেকেই ঝড় তুলতে হত। তামিম-লিটন কাঙ্ক্ষিত ঝড়টা তুলে পথেই রেখেছেন বাংলাদেশকে। ১০ ওভারেই ১০০ তুলে ফেলেছে টাইগাররা।
প্রেমাদাসায় ঝড়ের জবাবে পাল্টা ঝড় তুলে ৫.৫ ওভারে ৭৪ রান যোগ করেন তামিম ইকবাল ও লিটন দাস। লিটনই ছিলেন বেশি আগ্রাসী। ফার্নান্দোর বলে এলবি হয়ে ফেরার আগে ১৯ বলে ৪৩ রান এসেছেন উদ্বোধন করতে নামা এ ডানহাতির ব্যাটে। ২ চার ও ৫ ছক্কার ইনিংস।
তামিম পরে সৌম্যকে সঙ্গী করে সংগ্রহটা একশতে টেনে নেন। যদিও ফিফটির আগেই ফিরেছেন। ৬ চার ও এক ছক্কায় ২৯ বলে ৪৭ রানের অবদান বাঁহাতি ওপেনারের।
এর আগে ইনিংসের শুরু থেকেই ঝড় তুলে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা দুইশ পার করে নেন দলীয় সংগ্রহ। যার ফল, নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২১৪ রানের পুঁজি। যেটি এই মাঠে শ্রীলঙ্কার সর্বোচ্চ, এবং মাঠেরও সর্বোচ্চ।
প্রেমাদাসায় লঙ্কানদের আগের সর্বোচ্চ সংগ্রহটি ছিল ১৭৫ রানের, ভারতের বিপক্ষে নিধাস ট্রফির প্রথম ম্যাচেই। আর মাঠের আগের সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের করা ২০৫ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১২ টি-টুয়েন্টি বিশ্বকাপে।
টাইগারদের তাই পাহাড় সমান লক্ষ্যের পেছনেই ছুটতে হচ্ছে।








