Site icon চ্যানেল আই অনলাইন

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে রাইসি

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা দেশটির প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে, ৬০ থেকে ৭৫ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পেয়েছিলেন ৭ জন।

তিন জন সরে দাঁড়ানোয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চার জন। এদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী ইব্রাহিম রাইসি।

তবে দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সমর্থন পেয়েছেন রাইসি। অতি-রক্ষণশীল মতাদর্শ ধারণ করেন রাইসি। রাজনৈতিক বন্দীদের অতীতে দেওয়া মৃত্যুদণ্ডের সাথেও তিনি যুক্ত ছিলেন।

শীর্ষ নেতার পরে ইরানের সবচেয়ে বড় পদমর্যাদাধারী পদের নাম প্রেসিডেন্ট। দেশীয় নীতি ও বৈদেশিক বিষয়াদিতে প্রেসিডেন্টের খুবই তাৎপযপূর্ণ প্রভাব থাকে। তবে সব বিষয়েই চূড়ান্ত কথা বলার ক্ষমতা রয়েছে শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির।

Exit mobile version